কমলগঞ্জে ২৪টি মোটর সাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায়

25

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মাথায় হেলমেট ব্যবহার না করায় মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪টি মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাকাংখিত বিভীষিকাময় দুর্ঘটনা এড়াতে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে শনিবার থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান শুরু হয়। প্রথম দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৪টি হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীকে জনপ্রতি ২০০ টাকা করে মোট ৪৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কমলগঞ্জ থানার ওসি মো: আব্দুল মোক্তাদিও পিপিএম উপস্থিত ছিলেন।
বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক সকল চালকদের হেলমেটসহ মোটরসাইকেল চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে জাতীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি ২জন মোটরসাইকেল আরহীকে আনুষ্ঠানিকভাবে হ্যামলেট পড়িয়ে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন এর উপস্থিতি ছিলেন।