বিদ্যুতের আলোয় আলোকিত হল কমলগঞ্জের ২টি গ্রাম

46

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের ছাতকছড়া ও ভেড়াছড়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হল। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ছাতকছড়া ও ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে প্রধান অতিথি হিসাবে বিদ্যুতের শুভ উদ্বোধন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস শহীদ এমপি। ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেন, এলাকা পরিচালক মোঃ কমাল উদ্দিন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ১০ নং এলাকা পরিচালক মোঃ কমাল উদ্দিন কমলকুঁড়িকে জানান, ছাতকছড়া ও ভেড়াছড়া ২টি গ্রামে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণে ১ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয় হয়। প্রায় ১২ কিলোমিটার লাইনে ৩৩৩ জন গ্রাহ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।