কমলগঞ্জে লোকালয়ে ধরা পড়লো চিতাবিড়াল

72

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের লোকালয়ে ধরা খেলো বিলুপ্তপ্রায় দুর্লব প্রজাতির প্রানী চিতা বিড়াল। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে সমিজ মিয়ার বাড়ীর উঠানে একটি চিতা বিড়াল দেখে বাড়ীর লোকজন ও এলাকা বাসী কৌশলে ধরে ফেলে। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সন্ধ্যায় আদমপুর বনবিট এলাকায় বিড়ালটি অবমুক্ত করা হয়। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবু তাহের এ প্রতিনিধিকে জানান, এটি একটি দুলর্ভ প্রজাতির প্রানী। খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় সাংবাদিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে আদমপুর বন বিটের কাউয়ারগলা জঙ্গলে চিতা বিড়ালকে অবমুক্ত করেন কুরমা বনবিট কর্মকর্তা জহিরুল ইসলাম।