কেউ তা জানে না

12

লুবনা জেরিন সীমা

কোথায় আমার কষ্ট
কেউ তা বোঝে না
এমন কিছু ব্যথা আছে
কেউ তা জানেনা।

কাউকে বোঝানো যায় না –
এই মনের না বলা যত দুখের
বিলাপ করা কান্নার কথা।

মনের গভীরে ঘুরছি এতকাল একা একা
নিবিড় গোপন কষ্ট নিয়ে হেঁটেছি পথ
হৃদয় স্থলে ক্ষরণ হয়েছে কতখানি
সেই জন জানে যার মর্ম ব্যথা এমন।

অন্য কেউ তা বোঝেনা–
কেউ তা জানে না-
মাঝেমাঝে চেনা মানুষগুলোকে
খুব অচেনা লাগে তখন
মাঝ দরিয়ায় মাল্লাবিহীন নৌকোর যাত্রী
মনে হয় একাকী..
খামখেয়ালি ভাগ্যতরী,
দিশাহারা উথাল পাথাল ভবিষ্যৎ।

কেউ তা জানে না —
এ শ্রমের ঘামের দাম কত,
এই বিনিয়োগ জীবনবাজী
শুধুই একাকী বৃথা।

শুকনো পুকুর- শূন্য সকাল -বিকাল
তাপদাহ রাত্রিগুলো কত যে বেদনার
কেউ তা বোঝেনা।

একটুখানি সুস্থ থাকার শক্তি, সাহস,
একটু সহায়, একটু ছোঁয়া, একটু ছাউনি
কতটা প্রয়োজন
কেউ তা জানে না–
এ জীবনে খানিক নির্ভরতা
পায়ের তলায় একটু শক্ত মাটি
কতটা প্রয়োজন
কেউ তা বোঝেনা।

রৌদ্রতাপ খরায় বিলীন
এ বুকের সুখো নিদ্রা
কেউ তা জানে না–
কেউ তা বোঝেনা।