সদর উজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আহমদ হোসেন ॥ সিলেটের জনসভার মধ্যদিয়েই শুরু হবে শেখ হাসিনার আগামী নির্বাচনের বিজয়ের হাওয়া

61

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেট-১ আসনে আওয়ামী লীগ বিজয়ী হলে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের সরকার প্রধান হবেন। আগামী নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে এদেশ হবে দুর্নীতি ও রাজাকারমুক্ত বাংলাদেশ।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর আম্বরখানায় একটি হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আহমদ হোসেন বলেন, ৩০ জানুয়ারি সিলেটে এসে শেখ হাসিনা মাজার জিয়ারতের মধ্য দিয়েই আগামী নির্বাচনি অভিযান শুরু করবেন। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে সিলেট থেকেই শুরু হবে শেখ হাসিনার আগামী নির্বাচনের বিজয়ের হাওয়া।
তিনি বলেন, খালেদা শান্তি দেয় না, উন্নয়ন দেয় না বরং, পেট্রোল বোমা দিয়ে দেশ জ¦ালিয়ে ধ্বংস করে। এদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। আগামী নির্বাচনের মধ্য দিয়ে তাকে চিরবিদায় জানাবে দেশের জনগণ।
তিনি বলেন, শেখ হাসিনা বাঁচলে এদেশ বাঁচবে। দেশ এগিয়ে যাবে, উন্নয়ন সমৃদ্ধি হবে। মানুষ শান্তিতে থাকবে। শেখ হাসিনা বাঁচলে রাজাকার, দেশদ্রোহীরা রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পাবে না। ৩০ ডিসেম্বর সিলেট সফরের মধ্য দিয়ে নি¤œচাপের সিগন্যাল শুরু হবে। সে নি¤œচাপ হচ্ছে তৃণমূলের জাগরণ। সেটা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে। সিলেটের তৃণমূল থেকে শুরু হবে আগামী সরকারের বিজয় হাওয়া।
তাই, ৩০ জানুয়ারির সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে ও জনসমুদ্রে পরিণত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘে বাংলাদেশের মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো. শাহনূর, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নূরে আলম সিরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, আফতাব উদ্দিন প্রমুখ।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের ৮টি ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি