শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ———–জাহাঙ্গীর কবীর

31

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলে উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মাদ বলেছেন শিক্ষার্থীকে অলরাউন্ডার হয়ে উঠতে হবে। শুধু জ্ঞানার্জন করেও মানুষ জ্ঞানপাপী হতে পারে। তারা দেশবিরোধী কাজে লিপ্ত হয়। শিক্ষার্থীরা যেমন নিজের প্রতিষ্ঠানকে ভালোবাসতে শিখবে তেমনি সমাজ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে। আন্তর্জাতিক ইন্দনে একটি গোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বৃহস্পতিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোতিার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী ও প্রভাষক আব্দুল্লাহ আল মাসুন এর যৌথ উপস্থপনায় বিশেষ অতিথির বক্তব্য রখেন সিলেট জেলা শিক্ষা অফিসার গুলজার আহমাদ খান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন কলেজ বিভাগের ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, শিক্ষক প্রতিনিধি জাফর ইকবাল মাহমুদ, ক্রীড়া কমিটির আহবায়ক আব্দুল মোতালেব প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত কবে সহকারী শিক্ষক আবুল হাসনাত বেলাল। সংগীত পরিবেশন করে দশম শ্রেণীর ছাত্র রবিউল হক রাহী প্রধান অতিথি জাহাঙ্গীর কবীর আহাম্মাদ শিক্ষকদের উদ্দেশে বলেন শিক্ষতাকে শুধু চাকুরী হিসেবে নিলে হবে না, শিক্ষকদের ফিলোসোফারের ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের আত্মাকে বড় হবে, মাথা উঁচু থাকতে হবে।
এদিকে নার্সারী, ইংলিশ ও বালিকা বিভাগের পৃথকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল সেকশনের ইনসচার্জ জাকিয়া নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবে প্রিন্সিপাল অধ্যাপক শামসুন নাহার।
উদ্বোধনী বক্তব্য রাখেন ইংলিশ সেকশনের ইনচার্জ সেলিনা আক্তার ক্রৌরি, স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির আহবায়িকা ইয়িাসমিন আরা, বক্তব্য রাখেন নার্সারী বিভাগের কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার। উপস্থাপনায় ছিলেন ছিলেন জাহিদা বেগম,পান্না বেগম, সাবিনা ইয়াসমিন ও উমামা বেগম। বিজ্ঞপ্তি