সিলেটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদযাপন

54

স্টাফ রিপোর্টার :
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার প্রাণী সম্পদ বিভাগ সিলেটের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
প্রাণী সম্পদ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ডা. মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ত্রডভোকেট লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিকৃবি’র প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এছাড়াও প্রাণিসম্পদ বিভাগ সিলেটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্বাস্থ্যবান জাতি গঠনে প্রাণী সম্পদ বিভাগের অবদানের ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগের সম্ভাবনা ও এসডিসির লক্ষ্য অর্জনে করণীয় এবং সর্বোপরি অংশীজনদের সহযোগিতায় প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবান, মেধাবী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে প্রাণী সম্পদ বিভাগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।