লাউয়াছড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দু’দফা আটকা

22

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি আপ এলাকায় ইঞ্জিন দুর্বলতায় মঙ্গলবার ভোর ৪টায় সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দু’দফা আটকা পড়ে। ফলে সহস্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হন। প্রায় ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি সচল করা হয়।
শমসেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭৩৯ নম্বর ডাউন আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার একটি টিলা অতিক্রম করার সময় ইঞ্জিনের দুর্বলতার কারণে আটকা পড়ে। এ সময় প্রায় ৩০ মিনিট আটকা থাকার পর পিছনে শ্রীমঙ্গল স্টেশনে ফিরে যায়। পরে ভোর ৫টায় পুনরায় ট্রেনটি চালালে আবারও লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার আসার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে একটি ভাঙ্গা সেতুর উপর আটকা পড়ে। পরে সকালে কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে আটকাপড়া উপবন ট্রেনটিকে টেনে সকাল পৌনে ৮টায় ভানুগাছ রেল স্টেশনে নিয়ে আসা হয়। তিন ঘণ্টা পর ট্রেন আবার চালু হয়।
শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনও প্রায় তিন ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।