স্মার্ট কার্ড গ্রহণ করলেন অর্থমন্ত্রী ও তার স্বজনরা

45

স্টাফ রিপোর্টার :
সিলেটে নিজের বাসভবনে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড গ্রহণ করেছেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। গতকাল রবিবার সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের স্মার্ট কার্ড প্রদান করা হয়।
স্মার্টকার্ড গ্রহণকালে অর্থমন্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর ভাই এএসএ মুঈজ সুজন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুন, শিপা হাফিজা, ভাইস চ্যান্সেলর আতহুল হাই শিবলী, নাজিয়া খাতুন, জিও আজিজ সেলিম, শামা মুগদী, ড. একে আব্দুল মুবিন, সাব্বির মুবিন, সামিয়া মুবিন, সাহেদ মুহিত, মন্ত্রীর স্ত্রী সাবিয়া মুহিত, সেলিনা মোমেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডিসি রেভিনিউ সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, আরডিসি আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা জুবের খাঁন, জাবেদ সিরাজ, এসএম নুনু মিয়া, অর্থমন্ত্রীর ব্যক্তিগত সচিব কিশোর ভট্টাচার্য জনি, রাহাত তাফাদার প্রমুখ।