কমলগঞ্জে বামডো নির্বাচন সম্পন্ন

54

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেল পমেন্ট (বামডো) এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিকী নির্বাচন শুক্রবার (১৯ জানুয়ারি) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি পদে নির্বাচনের মধ্যে সভাপতি পদে আব্দুল মজিদ চৌধুরী এবং সাহিত্য সাংস্কৃতিক পদে হোসেন আহমদ বিনাপ্রতদ্বন্দ্বিতার নির্বাচিত হয়েছেন। ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারমধ্যে সহ-সভাপতি পদে হাজী খাইরুজ্জামান (বাইসাইকেল) ৮১৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রহিম উদ্দিন মজুমদার (মই মার্কা) ৪৯৪। সাধারণ সম্পাদক পদে মোঃ সাজ্জাদুল হক স্বপন (তালা) ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন, মোঃ আব্দুল ওয়াহিদ (হরিণ) ৫৮১, মোঃ হাবিব আলী (মাছ) ১২৫ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম রাজা (উড়োজাহাজ) ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হন, মোঃ রশিদ উদ্দিন (টেবিল) ৪৭১, মোঃ ফয়জুর রহমান (আম) ১১৭। কোষাধ্যক্ষ পদে মোঃ মহব্বত আলী (কুদাল) ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, নূর মোহাম্মদ (হাতি) ৫৪৬ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ উছমান খান (গোলাপ ফুল) ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন, আনোয়ার বক্স রানা (মোরগ) ৫২৩ । ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল খালিক (মোটর সাইকেল) ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, মোঃ রাফে আলী (ফুটবল) ৪৭৫। সমাজকল্যাণ সম্পাদক পদে হাফেজ শফিকুর রহমান (বাল্ব) ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, মোহির উদ্দিন (রিক্সা) ৪০৪ ভোট পান। আন্তর্জাতিক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন রানা (মোবাইল) ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হন, মোঃ ইউনুস আলী (চশমা) ৫৫৪ ভোট, হামিদুর রহমান (মোমবাতি) ২৯ ভোট পান। অফিস ও লাইব্রেরী সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান (গরুর গাড়ী) ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহেজামান (কম্পিউটার) ৬০৩ ভোট পান।
প্রিসাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা। নির্বাচনের কমিশন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন হাজী আব্দুস সামাদ, সদস্য সচিব মোঃ আব্দুল খালেক, সদস্য মোঃ মুজিবুর রহমান, মোঃ রেজাউল করিম ও মোঃ হেলাল উদ্দিন। মোট ১৫৮০ জন ভোটারের মধ্যে ১৪৩৮টি ভোট প্রদান করা হয়।