মণিপুরী পাড়ায় মহানামযজ্ঞ উৎসব পরিদর্শনে অর্থমন্ত্রী

30

সিলেট মণিপুরী পাড়ায় শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী ২৮তম মহানামযজ্ঞ বাৎসরিক অনুষ্ঠান পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার রাতে নগরীর আম্বারখানাস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে ২৮তম ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম মহানামযজ্ঞ উৎসব পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে অর্থমন্ত্রীকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। পরিদর্শন কালে কেক কাটেন এবং জিউর মন্দির পরিদর্শন করেন। নিশিতা ফুডস্ এর আয়োজনে পাঁচ দিন ব্যাপি মহানামযজ্ঞ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রীকে ফূল দিয়ে শুভচ্ছো জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জাতীয় সংঘের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ কে এম আব্দুল মুমিন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামীলীগ নেতা বিজিত চৌধুরী, মহানগর যুবলীগের আহবায়ক আলাম খান মুক্তি, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, বেনী ভূষন ব্যানার্জী, পুলিশ কর্মকর্তা বিবতী ভূষন, রনঞ্জিত পাল, জ্যোতিক পাল, পথিক পাল, ফটিক পাল, প্রদীপ পাল, স্বপন কর্মকার, সুমন পাল, বজেন্দ্র সিংহ, পরিমল সিংহ, পঞ্চত সিহং, এম এ সালাম খোকন, ফয়জুল ইসলাম সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি