অপেক্ষা

26

আইরিন আসাদ

চৈত্রের চৌচির মাটি যেমন প্রতীক্ষায় থাকে
অনবরত বৃষ্টির জন্য,
আমি তো তেমনই………

রোদ-বৃষ্টির মাঝে যেমন দৃষ্টি থাকে আকাশের দিকে
কখন রংধনু উঠবে,
আমি তো তেমনই……..

কৃষক যেমন ধান রোপন করে অপেক্ষায় থাকে
কখন সে ধান ঘরে তুলবে,
আমি তো তেমনই……

পাতা ঝরা গাছ যেমন অপেক্ষাতে থাকে
কবে গাছে নতুন পাতা গজাবে
আমি তো তেমনি…….

অঝোরের বৃষ্টির মাঝে
পথিক যেমন বৃষ্টি থামার অপেক্ষায় থাকে,
আমিও তো তেমনি…

অনেক শীত এর মাঝে
শীত কাতর প্রাণ যেমন প্রতীক্ষায় থাকে
আমিও তো তেমনি…

একজন মা যেমন অপেক্ষায় থাকে
দশ মাস দশদিন পর সে মা ডাক শুনতে পারবে
আমি ও তেমনি……
এক মাস রোজা রেখে আমরা যেমন অপেক্ষায় থাকি
কবে ঈদ দিন আসবে
আমিও তো তেমনি….
তোমার জন্য অপেক্ষায় থাকি ও থাকবো।