কেমুসাসের ৯৮২ তম সাহিত্য আসর ॥ অগ্রজদের উৎসাহ দিয়ে নবীন লেখকরা সাহিত্যের ধারা এগিয়ে নিয়ে যায়

28

দেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৯৮২তম সাপ্তাহিক সাহিত্য আসর ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও আল-ইসলাহ সম্পাদক আব্দুল মুকিত অপি এডভোকেট।
আলোচনায় অংশ নেন- যুক্তরাষ্ট্র প্রবাসি কবি মোখলেসুর রহমান, মোঃ শওকত আলী, ছড়াকার কামরুল আলম, কবি ইছমত হানিফা চৌধুরী, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না। বক্তারা বলেন- ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ লেখক, কবি সাহিত্যিক গড়ার মহতী প্রয়াস চালিয়ে যাচ্ছে। এটি আজ আমাদের একটি প্রাণের প্রতিষ্ঠান। অগ্রজদের উৎসাহ নিয়ে নবীন লেখক সাহিত্য চর্চার ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, লেখালেখির ক্ষমতা সবার থাকে না। জ্ঞানের সীমা পরিসীমা নেই। আমাদের জ্ঞান অর্জনের পথে সবসময় অগ্রসর থাকতে হবে।
সংসদের জীবন সদস্য তাসলিমা খানম বীথির পরিচালনায় ও কামাল আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেনÑ মো. তাহির মিয়া, চৌধুরী রাহাত, মাহমুদ শিকদার, মাহফুজজোহা, আহমেদ জাকির, মো. সুমন খান, পলাশ আফজাল, শাহানারা বেগম ইমা, দেলোয়ার হোসেন দিলু, আবু বকর সিদ্দিক, মোঃ বাহা উদ্দিন বাহার, হোসাইন মোহাম্মদ ফাহিম। উপস্থিত ছিলেন- কার্যকরী পরিষদের সদস্য মাওঃ ফজলুল করিম আজাদ, কবি মিনহাজ ফয়সল, কবি মামুন হোসেন বিলাল, গল্পকার শিশির মনির, ছড়াকার ইমরান ইমন, প্রবাসী আব্দুল আহমদ রাসেল, অমিয় ভূষণ দাস, মো. নাসিরউদ্দিন, মো. আলমগীর চৌধুরী। বিজ্ঞপ্তি