শেখ হাসিনা জনগণের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূরণ হচ্ছে – আশফাক আহমদ

18

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন জননেত্রী শেখ হাসিনা যে অঙ্গিকার করেছিলেন তা অক্ষরে অক্ষরে পুরণ হচ্ছে। সিলেট সদর উপজেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে অভূত পূর্ব উন্নয়ন অর্জিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে সদর উপজেলা দেশের মডেল উপজেলায় পরিণত হবে। তিনি আরও বলেন ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তাহলেই সিলেটের উন্নয়ন আরও ত্বরাণ্বিত হবে। গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের মহালদিক হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়াল একাডেমীর ৬ তলা ভিত বিশিষ্ট- ১ তলা নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ৮৬ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জোনের বাস্তবায়নে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক আরিফ মিয়া, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ.এম.এ মালিক ইমন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সহ-সভাপতি আজমল আলী, সাবেক সভাপতি মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউ/পি সদস্য আনছার আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি এস.এম. তারা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর মুক্তার হোসেন, সম্পাদক হানিফ আলী, আব্দুস সালাম, মোবারক হোসেন, আব্দুল জলিল, খলিল মিয়া, রমিজ উদ্দিন, হরেন্দ্র পাত্র, আজমান মিয়া, দুদু মিয়া, আরফান আলী, আব্দুল কাদির, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম আজম জয়, ইরন শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি