রোটারী গ্যালাক্সির অনুষ্ঠানে বিচারপতি আনম বশির উল্লাহ ॥ সম্ভাবনার বাংলাদেশ নির্মাণে রোটারিয়ানরা অনেক কাজ করে যাচ্ছেন

59

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আনম বশির উল্লাহ বলেছেন, রোটারিয়ানরা সমাজের জন্য যে কাজ করে যাচ্ছেন তা সমাজের অনেক উন্নয়নে কাজে লাগছে। সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে রোটারিয়ানদের কাজে লাগালে দেশ অনেকটা স্বনির্ভর হবে। রোটারিয়ানদের যদি দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজে লাগানো যায় এদেশ অনেক দূর এগিয়ে যাবে। গত শনিবার রাতে সিলেট নগরীর দরগা গেইটে রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আনম বশির উল্লাহ।
রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির চাটার্ড সভাপতি এডভোকেট হোসাইন আহমদ শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সিসিক) আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার, রোটারী গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, প্রকৌশলী এমএ লতিফ, রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট ই্ইউ শহিদুল ইসলাম শাহীন, প্রফেসর বদরুল ইসলাম, রোটারিয়ান ফয়সল আহমদ বাবলু, গ্রোগ্রাম চেয়ারম্যান নাজিম উদ্দিন শাহান, রোটারিয়ান কয়েছ আহমদ সুমন, আবদুল আহাদ সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি