জগন্নাথপুরে মেলার নামে অসামাজিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা

25

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মেলার নামে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ফুসে উঠেছেন এলাকাবাসী।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের উত্তরের মাঠে স্থানীয় একটি চক্র মেলার নামে অসামাজিকতার আয়োজন করছে, এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় মেলা না হওয়ার প্রতিবাদে স্থানীয় সাদিপুর গ্রামবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে গ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এলাকার শালিসি ব্যক্তি হাজী বশির উদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, আতিক মিয়া, আবদুর রহিম, আবদুল হান্নান, আবদুল তাহিদ, মনির উদ্দিন, সজ্জাদ মিয়া, রঙ্গুম মিয়া, আনিসুর রহমান তুতি, খোকন মিয়া, রেজা মিয়া, আবু তালেব, আস্তফা মিয়া, সিরাজ আলী, হাজী আবদুর রহমান, ফয়াজ আলী, ডা. রাফিক মিয়া, কলেন মেম্বার, আবদুস সোবহান, আবদুল বাহার, লুৎফুর রহমান, একলিম মিয়া প্রমুখ। এ সময় এলাকার শতশত প্রতিবাদী লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গত বছরের হাওর ডুবিতে ফসল হানির ঘটনায় এলাকায় অভাবী মানুষের সংখ্যা বেড়েছ। এমতাবস্থায় মেলা হলে এলাকায় চুরি-ছিনতাই সহ অপরাধমূলক কর্মকান্ড বেড়ে যাবে। তাই এখানে মেলা না করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহবান জানান। এরপরও যদি কেউ মেলার নামে অসামাজিকতা করতে চায়, তাহলে মেলা বন্ধে এলাকার সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।