মনের কথাগুলো

85

নেছার আহমদ নেছার

কলমটা হাতে নিয়ে
লিখতে চেষ্টা করি
সমস্ত ভাবনাগুলো
কেন জানি এলোমেলো হয়ে যায়।
যেন তীব্র প্রতিযোগিতা শুরু করে দেয়,
কলমটা ছুড়ে ফেলে দিতে মন চায়,
কি লিখবো-কোনটা লিখবো আগে
কার জন্যে বুকের মাঝে শত গোপন ব্যথা
কার কথা লিখি আগে?
প্রশ্নের উত্তরটা দ্রুত মিলে যায়;
ভাবনা গুলো বিবেক তাড়িত করে
অজস্র কষ্টগুলো হাহাকার করে,
তাই লিখতে মন চায়।
খুব নিষ্ঠার সাথে সাধ্যের ক্ষুদ্র
প্রয়াস দিয়ে সাজাই মনের কথাগুলো।