পার্কভিউ মেডিকেল কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

59

পার্কভিউ মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক অছুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের শিক্ষকদেরকে আন্তরিক ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে কলেজের সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
ডা. আফসানা আক্তার তিথী ও ডা. ফারিহা জেসমিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- পার্কভিউ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন- বিএমএ সিলেটের প্রেসিডেন্ট ডা. রুকন উদ্দিন আহমদ, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম এ আহবাব, নবীন বরণ অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ডা. ছফির উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ম শৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন- কলেজের কো-অর্ডিনেটর ফেইজ-১ অধ্যাপক ডা. বিধান চন্দ্র দেবনাথ ও অটোরাইনোলেরিংগোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক ডা. ছফির উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি