সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অধ্যায়নই হচ্ছে ছাত্রদের প্রথম ও প্রধান কর্ম। বিদ্যা অর্জনের অবসরে সমাজের নানা কাজের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নতি বিধানে এগিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশ্যা। ছাত্রছাত্রীদের স্মরণ রাখতে হবে। তারা দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার। নারী শিক্ষার প্রসঙ্গ উল্লেখ করে মেয়র বলেন নারী জাগরণ দেশকে সমৃদ্ধির পানে এগিয়ে নিয়ে যায়। সমাজের সকল স্তরের নারীদের কর্মময় জীবনের অধিকারী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বর্তমানে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত। তিনি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের চড়–ইভাতি ও বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কবির চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. শামীমুর রহমান এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খান, সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন এবং সহকারী অধ্যাপক শারমিন সুলতানার যৌথ পরিচালনা অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির সদস্য হাজী বাবুল মিয়া, শফি আহমদ চৌধুরী দুই ছেলে আরিফ আহমদ চৌধুরী ও তার সহধর্মিনী বিশিষ্ট সংগীত শিল্পী দিটি আনোয়ার চৌধুরী, আসিফ আহমদ চৌধুরী ও তার সহধর্মিনী সুমনা চৌধুরী এবং শফি আহমদ চৌধুরীর একমাত্র কন্যা সায়েরা চৌধুরী সুমি। বিজ্ঞপ্তি