হবিগঞ্জে যাত্রা শুরু করেছে শেখ হাসিনা মেডিকেল কলেজ

28

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশের ৩১তম সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হবিগঞ্জে যাত্রা শুরু করেছে শেখ হাসিনা মেডিকেল কলেজ। বুধবার দুপুরে শিক্ষার্থীদের পাঠদান উদ্বোধনের মধ্য দিয়ে পথচলা শুরু করে মেডিকেল কলেজটি। ৫১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানের পাঠদান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সচিব মোঃ মুখলেছুর রহমান, যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, জেলা প্রশাসক মনীষ চাকমা, অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ান প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন ও তাদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, ক্যাম্পাস নির্মাণের আগ পর্যন্ত হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের ২য় ও ৩য় তলায় কলেজের কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের আবাসনের জন্য ডায়াবেটিক হাসপাতালের অব্যবহৃত ৫ম তলা ও একটি আবাসিক ভবন ভাড়া নেয়া হয়েছে।