সরকার গণমানুষের কল্যাণে যে সব পদক্ষেপ নিয়েছে, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ——– বদর উদ্দিন কামরান

33

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গরীববান্ধব সরকার কৃষক-শ্রমিকসহ আপামর মেহনিত মানুষের কল্যাণে যে সব পদক্ষেপ নিয়েছে, তার সম্পূর্ণ তথ্য গণমানুষের মাঝে পৌছে দিতে হবে। এ লক্ষ্যে আওয়ামী পরিবারের প্রত্যেক নেতা-কর্মীকে দায়িত্ব নিয়ে দেশবাসীর দরোজায় দরোজায় যেতে হবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে হবে।
গত (৯ জানুয়ারি) মঙ্গলবার রাতে নগরির পলিটেকনিক রোডে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর ২৬নং ওয়ার্ড শাখার স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। ওয়ার্ড সভাপতি আবদুল মালেক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম ও সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন ভূইয়া, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেমিম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, জাতীয় মহিলা শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক রেবেকা মাহমুদ দীনা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জামাল উদ্দিন ও হাজী আলাউদ্দিন সওদাগর, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জুবের এবং জাতীয় শ্রমিকলীগ মহানগর শাখার অন্যতম নেতা সাঈদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি মোবারক ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড শ্রমিক লীগ নেতা নাসিমা চৌধুরী আতিয়া, শাহজাহান ভূঁইয়া, হাজী জাহাঙ্গীর হোসেন, মোঃ জাহিদ, নুরুল ইসলাম নাহিদ, রানা আহমদ রানু, সুভাষ বাবু, মুজিবুর রহমান, ইসলাম উদ্দিন, রুবেল আহমদ, শাহ আলম, হোসেন আহমদ, মজনু মিয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা আছমা বেগম ও হোছনা বেগম, যুবলীগ নেতা কেএম লিটন এবং কন্ঠশিল্পী রেখা আক্তার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং পরে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের সহকারী ইমাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরও আগে প্রধান অতিথি ফিতা কেটে সংগঠনের কার্যালয়ে প্রবেশ এবং উদ্বোধন ঘোষণা করেন। বিজ্ঞপ্তি