জমিয়তে উলামার সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে ————– আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী

84

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমীর শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, আমরা হলাম দারুল উলূম দেওবন্দের সঠিক উত্তরসূরী কাফেলা। সকল প্রকার চোখ রাঙ্গানোকে উপেক্ষা করে জমিয়তে উলামা হক্বের উপর অটল ও অবিচল থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, হক্বপন্থী দলের কাজ করলে বাতিল শক্তির বাধা প্রদান করবে। কিন্তু সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে জমিয়তে উলামার সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। দুর্লভপুরী আরো বলেন, আমাদের দলে পদলোভীদের কোন স্থান নেই। যারা পদ চায় তারা কখনও সত্যিকারের সংগঠক হতে পারে না। আমরা আমাদের বন্ধু মহলের কাছে আহ্বান জানাই, নারী নেতৃত্ব আর মওদুদীবাদীদের সঙ্গ ত্যাগ করে চলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তখনই উলামাদের মধ্যে প্রকৃত মঙ্গল ও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। আল্লামা দুর্লভপুরী গতকাল মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট আল রিয়াদ কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামা কানাইঘাট উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জমিয়তে উলামা কানাইঘাট উপজেলা শাখার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জমিয়তে উলামার সহ সভাপতি আল্লামা শামছুদ্দিন দুর্লভপুরী, মাওঃ গোলাম ওয়াহিদ, জমিয়তে উলামার মহা সচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী, যুগ্ম মহাসচিব মাওঃ মুখলিসুর রহমান রাজাগঞ্জী, সহকারী মহা-সচিব মাওঃ আব্দুল জব্বার, মাওঃ আজমত উল্লাহ, মাওঃ আবুল হোসেন চতুলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কাওছার আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুবশি^র আলী, কেন্দ্রীয় নেতা মাওঃ আব্দুল্লাহ বাহার, মাওঃ মঈন উদ্দিন, জমিয়তে আনসারের কেন্দ্রীয় সভাপতি মাওঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাওঃ বদরুল আলম, মাওঃ আব্দুল মুমিন। বক্তব্য রাখেন, মাওঃ হাফিজ নজির আহমদ, মাওঃ মাসুক আহমদ, মাওঃ হাফিজ এহসানে এলাহী, মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ বিলাল আহমদ, মাওঃ মাহফুজ আহমদ, মাওঃ সুফিয়ান হামিদী, সিলেট জেলা জমিয়তে তালাবার সভাপতি মাওঃ এমাদ উদ্দিন লাহীন, কেন্দ্রীয় জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক ছাত্রনেতা আসআদ উদ্দিন, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, জুনেদ আল হাবিব, সিদ্দিক বিন মোহাম্মদ, রায়হান আহমদ, সালামত উল্লাহ, মারুফ আহমদ প্রমুখ।