অপরাধমুক্ত বিশ্বনাথ গড়তে প্রয়োজনে কঠোর ব্যবস্থা – অতিরিক্ত পুলিশ সুপার

29

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
‘জঙ্গি মাদক প্রতিকার, পুলিশের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথ থানায় ‘ওপেন হাউজ-ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্বনাথ থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম। সকল প্রকার অপরাধ দমনের আশ্বাস দিয়ে বক্তব্যে তিনি বলেন, অপরাধমুক্ত বিশ্বনাথ গড়তে প্রয়োজনে কঠোর পদক্ষেপসহ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দের সভাপতিত্বে ও এসআই মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার মো: গিয়াস উদ্দিন, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র প্রতিষ্ঠাতা সেক্রেটারী হাফিজ মাওলানা হোসাইন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, লামাকাজি ইউনিয়ন আ’লীগের সভাপতি রইছ আলী ও বিশ্বনাথ পুরান বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া।
এ সময় বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুস শহিদ, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নবীন সোহেল, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান, রুহেল খান, উপজেলার নওধার গ্রামের বদরুল আলম, রাজনগর মোল্লার গাওঁ গ্রামের আমজাদ হোসেন, সংগঠক আবু বক্কর ফয়ছল।