মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে ইহকাল ও পরকালের শান্তি ——–কমর উদ্দিন ফুলতলী

72

আল্লামা কমর উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী বলেছেন, মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে ইহকাল ও পরকালের শান্তি। মানব জাতির মুক্তির সনদ আল কোরআন। তাই কোরআনের আলোকে জীবন পরিচালনা করলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয়ে আনা সম্ভব। তিনি হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে সবাইকে জীবন পরিচালনা করার আহবান জানান। কমর উদ্দিন চৌধুরী ফুলতলী গত ৭ জানুয়ারী রবিবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের পশ্চিম দাউদপুর জামে মসজিদের উদ্যোগে শামছুল উলামা আল্লামা ফুলতলী (রহ.) ও মুর্দেগানের ইছালে ছওয়াব উপলক্ষে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
মাহফিলে প্রধান আকর্ষণের বয়ান পেশ করেন আল্লামা মুফতি মুখলিছুর রহমান আজাদী ঢাকা, প্রধান বক্তার বয়ান পেশ করেন মাই টিভি ও একুশে টিভির ইসলামী ভাষ্যকার আল্লামা মুফতি বেলাল আহমদ, বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা জয়নাল আবেদীন সিরাজপুরী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, দাউদপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আছকর আলী, মাওলানা কামরুল ইসলাম নাসিমুল জালালপুরী, আল্লামা সায়দা (রহ.) এর সুযোগ্য নাতী, মাওলানা ফয়েজ আহমদ তুরুকখলী, মাওলানা ফারুক আহমদ লস্কর হবিগঞ্জী, মাওলানা আব্দুল মন্নান ইলাইগঞ্জী, পশ্চিম দাউদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজ উদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী ছইম আলী, হাজী আব্দুর রউফ, হাজী আপ্তাবুর রহমান, মছব্বির মিয়া, আছব্বির মিয়া, আইনুল্লাহ মিয়া, মোবারক আলী, রজাক মিয়া, ফখরুল মিয়া, আব্দুল হক, আব্দুন নূর, শামীম আহমদ, মুতুর মিয়া, শাহাব উদ্দিন, ইজু, মবশি^র, যুব সমাজের মাধ্যে জামাল আহমদ, হুমায়ুন কবির, রাহীমুল ইসলাম, মিছবাহ আহমদ, সাজু আহমদ, আব্দুস শহীদ, পারভেজ, জুনেদ, লাহিন, এনাম, বাছিত প্রমুখ। শেষে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি