তাপমাত্রা আরও কমেছে শ্রীমঙ্গলে, বাড়ছে রোগ-বালাই

20

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছে লোকজনতীব্র শৈত্যপ্রবাহে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমেছে। আজ শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ আরও দু-একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
কনকনে ঠাণ্ডার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় জবুথবু চা বাগান অধ্যুষিত এলাকা ও হাওরের লোকজন। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মিনাক্ষী দেবনাথ মুঠোফোনে বলেন, ‘শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে শিশুরা। মৌলভীবাজার সদর হাসপাতালেও বৃদ্ধ ও শিশুরা বেশি ভর্তি হয়েছে।’
হাসপাতালে আসা রোগীদের স্বজনরা জানিয়েছেন, তীব্র শীতের কারণে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তারা ডায়রিয়া, শ্বাসকষ্ট ও সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আনিছুর রহমান আজ সোমবার সকালে মুঠোফোনে বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, সারাদেশে আরও দু-একদিন এমন পরিস্থিতি থাকবে। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।