তাহিরপুরে ১১ দিন ধরে খোলা বাজারে চাল বিক্রি বন্ধ

23

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১১ দিন ধরে বন্ধ রয়েছে খোলা বাজারে (ওএমএস) এর চাল বিক্রি। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও গুদামে মজুদ না থাকায় চাল বিক্রি বন্ধ রয়েছে বলে জানিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, উপজেলায় মোট আটজন ডিলার উপজেলার ৮টি পয়েন্ট থেকে খোলা বাজারে চাল বিক্রি করে আসছিলেন ৩০ টাকা কেজি দরে। গুদামে পর্যাপ্ত মজুদ না থাকায় গত ২৮ডিসেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি বন্ধ রয়েছে।
এদিকে ২০১৭ সাল থেকে উপজেলায় ১৭হাজার ছয়জন ফসলহারা কৃষকদের মাঝে জনপ্রতি ভিজিএফের ৩০কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করে আসছিল সরকার। ডিসেম্ভর মাসের চাল ও টাকা চলতি বছরের জানুয়ারিতেও বিতরণ করা হয়নি। হিসাবরক্ষণ অফিসের সার্ভারের সমস্যা থাকায় টাকার বরাদ্ধ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে উপজেলা হিসাবরক্ষণ অফিস।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ারুল হক জানান, উপজেলায় বিতরণের জন্য ভিজিএফের চাল মজুদ রয়েছে। খোলা বাজারে চাল বিক্রির এখনও সরকারি নির্দেশনা রয়েছে। খাদ্য গুদামে চাল মজুদ না থাকায় আপাতত ওএমএস ডিলারদের চাল দেয়া বন্ধ রয়েছে।