মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের ৭১তম পাঠচক্র

39

একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য কবি দিলওয়ারের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসিক শাহজালাল সাহিত্য ফোরাম এর উদ্যোগে গত ৫ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কবি দিলওয়ার হযরত শাহজালাল (রহ:) এর সম্মানার্থে যে গান লিখেন, তুমি রহমতের নদীয়া/ দোয়া কর মোরে হযরত শাহজালাল আউলিয়া; তা সিলেট সহ গোটা বাংলাদেশে সমাধৃত ও প্রশংসিত হয়েছে। তিনি তার কবিতা, লেখনিতে অমর হয়ে থাকবেন।
মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের উদ্যোগে ডাঃ মাওলানা লোকমান হেকিম এর পরিচালনায় কবি দিলওয়ারের ৮২তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসিক শাহজালালের সম্পাদক রুহুল ফারুক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ শওকত আলী, অধ্যাপক কবি সিরাজুল হক, এ.এফ.এম শহীদুল ইসলাম সেলিম, তারেশ কান্তি তালুকদার, সৈয়দ আছলাম হোসেন, জয়নাল আবেদীন বেগ, এম.এ ওয়াহিদ চৌধুরী, কবি কামাল আহমদ, এহছান আহমদ, একরাম, ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফের সম্পাদক আব্দুল কাদির জীবন, আব্দুল মোহিত, এডভোকেট শাহ আলম মহি উদ্দিন, রায়হান আহমদ, আমির হোসাইনি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জয়নুল আবেদীন। বিজ্ঞপ্তি