নিজেদের দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে – ড. কবির চৌধুরী

26

স্কলারস হোম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ড. কবির চৌধুরী বলেছেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে লাগাতে হবে। শিক্ষা এমন একটি সম্পদ যে সম্পদ অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তোমরা যত বেশি উচ্চ শিক্ষার দিকে ধাবিত হবে, তত শিক্ষার স্বাদ গ্রহণ করতে পারবে। আর এ শিক্ষা যেন কাজে লাগে দেশ ও জাতির কল্যাণে।গতকাল ৬ জানুয়ারী শনিবার সকালে দক্ষিন সুরমা উপজেলার বরইকান্দি ইরফানুল হক একাডেমীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সিলেট জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইরফানুল হক একাডেমীর পরিচালক ফয়জুল হক চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানজির রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, বরইকান্দি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুসাইন মোঃ আরজ আলী, একাডেমীর ম্যানেজিং কমিটির সহ সভাপতি দ্বীন উল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর পরিচালনা কমিটির সদস্য মনজুরুল হক। বিজ্ঞপ্তি