আল আকসা মসজিদের ইমামের আগমন উপলক্ষে শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

31

মুসলমানদের প্রথম ক্বিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আল্লামা আলী ওমর ইয়াকুব আব্বাসী আগামী ২৯ জানুয়ারী সিলেট আগমন উপলক্ষে শাহজালাল (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল ৬ জানুয়ারী শনিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন এর সভাপতিত্বে মহাসচিব হাফিজ মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অভ্যর্থনা উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি, দাওয়াত ও যোগাযোগ উপ-কমিটি, ভিআইপি পার্সন যোগাযোগ উপ-কমিটি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া যোগাযোগ উপ-কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা রেজাউল হক, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল হক, জেলা শাখার সেক্রেটারী হাফিজ আখতার হোসেন, মহানগর শাখার সহ-সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মহানগর শাখার নির্বাহী সদস্য মাওলানা বশির আহমদ খান, মাওলানা রুহুল আমীন, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা হাছন আলী, মাওলানা আব্দুল করিম, মাওলানা তারিফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি