কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দক্ষিণ সুরমার উলাকি খাল খনন প্রকল্প পরিদর্শন

43

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ দক্ষিণ সুরমার উলাকি খাল খনন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেছেন। গতকাল ৬ জানুয়ারী শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় উলাকি খাল পুন:খনন কাজ পরিদর্শন করেন।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি’র নেতৃত্বে তিন সদস্যের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ এ এলাকাটি পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিত হয়ে সংসদীয় কমিটির সদস্যগণকে স্বাগত জানান। পরিদর্শন শেষে সংসদীয় কমিটির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ কিরন এমপি, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে কুলকুম স্মৃতি এমপি, স্থানীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক আব্দুল আজিজ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল হায়দার (এনডিসি), বিএডিসি’র প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, এসডিসিএমআইডিপি’র প্রকল্প পরিচালক মোঃ শাহাব উদ্দিন তালুকদার, সিলেট বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী এনজিত কুমার দেব, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) খালেদা বেগম রেখা, সহকারী প্রকৌশলী রুবায়েত ফয়সল আল মাসুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, মোগলা বাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আকতার হোসেন, কৃষকলীগ নেতা শামীম কবির, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, এড. শামীম আহমদ, কুচাই ইউপি সদস্য আব্দুল বাছিত ছোবা মেম্বার, সেলিম আহমদ মেম্বার, যুবলীগ নেতা ইকবাল হোসেন মিঠু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা সাদেক মিয়া, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজা মিয়া, আশীষ বাবু, নিখিল মিত্র, হান্নান মিয়া, ফখরুল ইসলাম, আব্দুল মস্তাব, রনি দাস প্রমুখ।
মতবিনিময় সভায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি বলেন, দক্ষিণ সুরমায় উলাকী খালন খনন প্রকল্প দেখে আমি সন্তুষ্ট হয়েছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কৃষি খাতে উৎসাহিত করতে এ ধরনের খাল খনন প্রকল্প বাস্তবায়ন করছেন। ফলে অনাবাদী কৃষি জমি চাষাবাদের আওতায় এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধি করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি