কানাইঘাটে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

28

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে তুলে ধরার জন্য কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় আগামী ১১ জানুয়ারী হতে ১৩ জানুয়ারী পর্যন্ত ৩ দিনব্যাপী উপজেলা প্রশাসন চত্ত্বরে উন্নয়ন মেলায় প্রতিটি দফতরের সরকারের সাফল্য তুলে ধরে এবং তথ্য সমৃদ্ধ স্টল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উন্নয়ন মূলক কর্মকান্ড ভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসি কান্ত হাজং, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, ভেটেনারী সার্জন ডাঃ মাসুদ আহমদ, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা, ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক আইয়ুব আলী, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপ কবির আহমদ চৌধুরী প্রমুখ।