প্রকৃতি মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

47

সিলেটে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদও উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাম্মনবাড়িয়ার উপ-পরিচালক আবু নাসের, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্ময়ক শাহ শাহেদা আক্তার, সিলেট ক্যাবল সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমেদ, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আজাদ, সাধারণ সম্পাদ মঈন উদ্দিন মঞ্জু, সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, এডভোকেট আলতাব আহমেদ, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, বাংলা টিভির সিলেট ব্যুারো প্রধান আবু তালেব মুরাদ, এটিএন নিউজের সিলেট ব্যুারো প্রধান সজল ছত্রী, ডিবিসি নিউজের সিলেট ব্যুারো প্রধান প্রত্যুষ তালুকদার, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি এ এ চৌধুরী শিপার, কৃষিবিদ সুখলাল রায়, ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মাহবুব আহমেদ, কৃষক নেতা সাইদুর রহমান, প্রদীপ রঞ্জন দাস প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আই’য়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি শুরু হয়ে নগরীর চৌহাট্টা পয়েন্ট ঘুরে এসে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি