অসহায় দরিদ্রদের রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে ———–কাউন্সিলর তৌফিক বক্স লিপন

63

সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বক্স লিপন বলেছেন, আর্তমানবতার কল্যাণে যারা কাজ করেন তারা সমাজের নিবেদিত প্রাণ। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। শীত মৌসুমের শেষ দিকে শীতের প্রকোপ বেড়ে গেছে। এ সময় অসহায় দরিদ্র মানুষের শীতবস্ত্রের প্রয়োজনীতা অপরিসীম। তিনি অসহায় দরিদ্রদের রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি শুক্রবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রিয় বাস টার্মিনালে টাইগার ক্লাব সিলেট আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
টাইগার ক্লাব সিলেটের সভাপতি হেলাল আহমদ মায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফেরামের প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলাম সিতাব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, সমাজসেবী আব্দুস শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, অর্থ সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক করিম আহমদ, প্রচার সম্পাদক আশিক আহমদ, সদস্য সাহিদ আহমদ, শাহ আলম, রাজু আহমদ, ফখরুল আহমদ, রকিব মিয়া, শিপার আহমদ, মনির হোসাইন, হাবিব আহমদ, লিপু আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে টাইগার ক্লাব সিলেটের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরন করা হয়। বিজ্ঞপ্তি