কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের আট হাজার টাকা জরিমানা

30

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন-এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে আকস্মিক অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পরিচালিত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পণ্যদ্রব্য বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করার মত প্রতিষ্ঠান পান। তাছাড়া ৫০ কেজি ওজনের চাউলের বস্তায় প্রকৃত ওজন অপেক্ষা কম চাউল থাকা গরুর মাংসে এবং মুরগির মাংসে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই করাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মনাফ মিয়ার মাংসের দোকানকে ২,০০০ টাকা, ফোরকান মিয়ার মুরগীর দোকানের ২,৫০০ টাকা, সাধু বীজ ঘরের ১,০০০ টাকা এবং মোস্তাকিম খাদ্য ভান্ডারের ২,৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল হাই, কমলগঞ্জ উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা. হাবিব আহম্মেদ, উপজেলার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া এবং কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরা।