কানাইঘাটে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণের লক্ষ্যে সভা

17

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বুধবার সকাল ১১টায় এফআইভিডিবি’র উদ্যোগে কানাইঘাট উপজেলা পরিষদ হল রুমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণের লক্ষ্যে কানাইঘাট উপজেলায় সমাজ ভিত্তিক প্রচার অভিযানের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দের সাথে নিরাপদ অভিবাসনের আলোচনা সভায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের গর্ভানিন্স অফিসার আবু সাঈদ ও সেইফ মাইগ্রেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাবিকুন নাহারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশিদ, সূচনা প্রজেক্ট কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, ওকাপে’র মনিটরিং অফিসার রবিউল ইসলাম, আব্দুস সুবহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বিভিন্ন ইউপির সদস্য/সদস্যা বৃন্দ।