প্রশাসনের হস্তক্ষেপে জাফলংয়ে পিয়াইন নদীর উপর নির্মিত বেইলি ব্রীজ অপসারণ

23

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাফলংয়ে প্রশাসনের নির্দেশে পিয়াইন নদীর উপর নির্মাণাধীন (অস্থায়ী) বেইলী ব্রীজ অপসারণ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার রাত ১০টার দিকে পাথর কোয়ারি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ উদ্যোগে নির্মাণাধীন এ ব্রীজটি অপসারণ করেন।
জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও কোয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পাথর পারাপরের জন্য পিয়াইন নদীর ওপর অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ভাবে তা অপসারণের জন্য গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন উদ্যোগ নেন।
এ বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সিলেটের জেলা প্রশাসক’র নির্দেশে ব্রীজটি অপসারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ পিয়াইন নদীর উপর ব্রীজ করার করার অপ-চেষ্টা করলে তার বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।