জগন্নাথপুরে পাঠকুড়া মাদ্রাসার কৃতিত্ব

26

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পাঠকুড়া মাদ্রাসার কৃতিত্বে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
জানা গেছে, এবারের জেডিসি ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে জগন্নাথপুর উপজেলার পাঠকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। জেডিসি পরীক্ষায় এ মাদ্রাসা থেকে মোট ১৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। সেই সাথে ইবতেদায়ী পরীক্ষায় মোট ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতিত্বের সাথে সবাই উত্তীর্ণ হন। এর মধ্যে জেডিসি পরীক্ষায় অত্র মাদ্রাসার ছাত্রী পাঠকুড়া গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে শুরমিনা বেগম জিপিএ-ফাইভ পেয়েছে। এছাড়া ইবতেদায়ী পরীক্ষায় অত্র মাদ্রাসার ছাত্রী বুরাইয়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে শাবনাজ বেগম জিপিএ-ফাইভ পেয়েছে। তবে ইবতেদায়ী পরীক্ষায় পুরো উপজেলার মধ্যে একমাত্র জিপিএ ফাইভ পেয়েছে শাবনাজ বেগম। এতে সকল মাদ্রাসার মান রক্ষা হয়েছে।
এ ব্যাপারে পাঠকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ বদরুজ্জামান ছাদিক বলেন, এবারের পরীক্ষার ফলাফলে আমাদের সাথে এলাকাবাসীও আনন্দিত হয়েছেন। তবে বিগত বছরও আমরা একটি জিপিএ-ফাইভসহ শতভাগ ফলাফল অর্জন করেছিলাম। আগামিতেও আমাদের অর্জন ধরে রাখতে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।