জকিগঞ্জে আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালন

22

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
রোদের মিষ্টি আলোতে কুয়াশা কাটিয়ে উৎসব মুখর পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে জকিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। বই উৎসব অনুষ্ঠানগুলোতে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজসেবী, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বই উৎসবকে কেন্দ্র করে লাল সবুজে সেজেছিল বিদ্যালয় আঙ্গিনা। শিশু কিশোররা আসে নতুন জামা পরে প্রাণ খুলে নেচে গেয়ে, আনন্দ-উল্লাসে, প্লে-কার্ড ফেস্টুন নেড়ে, বেলুন উড়িয়ে শামিল হলো উৎসবে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠতে দেখা গেছে। ছাপা কাগজের ফর্মার হিসাব তারা বোঝে না। কিন্তু নতুন বইয়ের ঘ্রাণ চিনতে তাদের ভুল হয় না। রঙিন বই বগলদাবা করে আনন্দের হাসি হেসে ফিরেছে বাড়িতে। গ্রামের ঘরে ঘরে বইছে নতুন বই’র আনন্দ। বছরের প্রথম দিন বই পেয়ে শিশুরা আনন্দে এতটাই উদ্বেলিত যে প্রত্যেকের অভিব্যক্তি ছিলো আজ আমরা অনেক খুশি। সব নতুন বই নতুন রাখতে চাই। আজই বইয়ে মলাটে লাগাব। বইয়ের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ আওয়ামীলীগ সরকারকে ধন্যবাদ জানাতেও ভুল করেনি শিশুরা।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে নতুন বছরের প্রথম দিনে সন্তানের হাতে নতুন বই দেখে খুশি বাবা-মা। স্মৃতি চারণ করে তাহমিনা নামের এক মা বলেছেন, এক সময় বছরের শুরুর দিনে নতুন বই ছিল দুঃস্বপ্নের কাছাকাছি। তখন বড় ক্লাসের বই পরের ক্লাসে দেয়ার রেওয়াজ ছিল। বইয়ের শেষের অধ্যায় নেই, মাঝখানে পৃষ্ঠা ছেঁড়া, আঁকাআঁকির মহাকাব্য, এসব মেনেই শুরু হতো শিক্ষাজীবন। মার্চ-এপ্রিল নাগাদ নতুন বই পাওয়া যেত, তবে টাকা দিয়ে কিনতে হতো। কিন্তু এখন দিন বদল হয়েছে। এই সরকারের আমলে বছর শুরুর দিনেই নগর থেকে গ্রাম’গঞ্জ সর্বত্র বিনামূল্যে বই হাতে পৌছে। এটা সরকারের সাফল্য।