বেতন স্কেল সহ টেকনিক্যাল পদ মর্যাদার দাবিতে কানাইঘাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

33

কানাইঘাট থেকে সংবাদদাতা :
টেকনিক্যাল পদ মর্যাদা ও বেতন স্কেল সহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য সহকারীবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল সোমবার দিনভর অবস্থান কর্মবিরতি পালন করেছেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ তাদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মবিরতিতে যোগদান করেন। বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মবিরতি পালনকালে উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ইং সনের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের মহ-সমাবেশে টেকনিক্যাল পদ মর্যাদা সহ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ-জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের একাধিক কমিটির সেই সিন্ধান্ত অদ্যবধি পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এজন্য স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেল সহ টেকনিক্যাল পদ মর্যাদা, মূল বেতনের ৩০%, মাঠ ঝুঁকি ও ভ্রমণ ভাতা এবং প্রতি ৬হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদানের নিশ্চয়তা এবং ১০% পোষ্য কোটা প্রবর্তন সহ ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সহকারীগণ তাদের আন্দোলন চালিয়ে যাবেন। স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে যে সকল পুরস্কারে ভূষিত হয়েছেন তার জন্য স্বাস্থ্য সহকারীবৃন্দ মাঠ পর্যায়ে পোলিও মুক্ত বাংলাদেশ গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।