৪ দফা দাবিতে সিলেট হেলথ কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

27

‘টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল বেতন স্কেল চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের প্রতিটি উপজেলার মতো আজ বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলাও চলছে দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা হেলথ কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি। গতকাল ১ জানুয়ারী টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদা সহ ৪ দফা দাবিতে কর্মবিতরতি পালন করেন তারা। আর এ দাবীগুলো না, মানা হলে কর্মবিতরতি চলবে।
দাবীগুলোর মধ্যে রয়েছে, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠভাতা, ঝুঁকিভাতা, ভ্রমণভাতা মূল বেতনের ৩০% হারে দাবী করেন। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্যে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ সহ ১০% পোষ্য কোটা প্রবর্তন করার ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়ন চান।
এতে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএইচএএ এর সভাপতি হেলেন রায়, সাধারণ সম্পাদক রাখাল সরকার, সহসভাপতি সত্যপ্রিয় দাস এবং মাহফুজুর রহমান, উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রাশিদা খানম চৌধুরী, নেপাল চন্দ্র রায়, সংকর দেবনাথ, শিবেন্দ্র প্রসাদ দেব, বাসন্তী নন্দী, রিংকু কর, বেবী রায়, সুলেখা ভট্টাচার্য্য, শিউলি দে, সেলিনা বেগম, শুভ্রা ধর, গীতা দে, গীতা দাস, কৃষ্ণা চৌধুরী, মিনতি কপালাী, শিপ্রা দেব নাথ, মঞ্জু লাল পাল, সবিতা পাল, শাহেদা খানম, সংকরী রানী দে প্রমুখ। বিজ্ঞপ্তি