শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে হবে – ড. রাগীব আলী

57

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি হচ্ছে শিক্ষা। তাই শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শহীদ মিনার এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই শহীদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আধুনিক যুগোপোযোগী শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে হবে। তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমি লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রাগীব নগরে স্থাপনের মাধ্যমে এই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। রাগীব নগরকে এডুকেশন সিটি গড়তে সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা দরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, ট্রাস্ট্রি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমান, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক আর্কিটেকচার রাজন দাস, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) কাওসার হাওলাদার, অর্থ ও হিসাব ইনচার্জ রজতকান্তি চক্রবর্তী, সহকারী ইঞ্জিনিয়ার (সিভিল) চৌধুরী মোঃ সামছ ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি