প্রবীণ হিতৈষী সংঘের ফ্রি চক্ষু শিবির

48

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট শাখার উদ্যোগে ও বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) মৌলভীবাজার শাখার সার্বিক সহযোগিতায় গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাগবাড়ীস্থ প্রবীণ হাসপাতালে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৪শত ২৫ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জন রোগীকে বাছাই করে লেন্স প্রতিস্থাপনের জন্য মৌলভীবাজার বিএনএসবি’র হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বিএনএসবি মৌলভীবাজার শাখা ৫০ জন রোগীর ফ্রি লেন্স প্রতিস্থাপন, ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করে।
ফ্রি চক্ষু শিবিরে সহযোগিতায় ছিলেন সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী আতাউর রহমান আজাদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সংঘের সদস্য জামিল আহমদ চৌধুরী, এডভোকেট শামীম হাসান চৌধুরী, আতাউর রহমান সমছু, সৈয়দ জামিল, সমাজসেবী হেলাল আহমদ, গোলাম রব্বানী, খুতবে আলম, জিয়াউল হক বাবুল, দেওয়ান আব্দুল কাইয়ুম চৌধুরী আসাদ প্রমুখ। বিজ্ঞপ্তি