দেখে নিন বছরের শেষ ওয়ানডে র‌্যাংকিং

30

স্পোর্টস ডেস্ক :
২০১৭ সালের শেষ ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। শীর্ষে থেকে নতুন বছরে পা রাখবেন বিরাট কোহলি, হাসান আলী ও মোহাম্মদ হাফিজ। টেস্ট ও টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে ওডিআইতে দ্বিতীয় অবস্থানে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
সবশেষ নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে র‌্যাংকিং আপডেট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের (৩-০) লজ্জায় ডুবিয়েছে কিউইরা। বল হাতে সফরকারীদের ভুগিয়েছেন ট্রেন্ট বোল্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে একাই ক্যারিয়ার সেরা সাত উইকেট দখল করে নেন এই বাঁহাতি পেসার। সিরিজে উইকেট ১০টি।
ওয়ানডেতে বোলারদের শীর্ষস্থান দখলে রেখে ২০১৬ সাল শেষ করেছিলেন বোল্ট। এবার তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে নাম লিখিয়েছেন। টপকে গেছেন অস্ট্রেলিয়ার পেস জুটি মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে। নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের নতুন সেনসেশন হাসান আলী।
শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রামে থাকায় টি-২০ র‌্যাংকিংয়ে তিনে নেমে আসলেও ওয়ানডের টপ পজিশন ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক কোহলি।
বোল্টের টিমমেট স্পিনার মিচেল স্যান্টনার চার ধাপ এগিয়ে শীর্ষ দশে নাম লিখিয়েছেন। সিরিজে একটি ম্যাচই খেলেছেন তিনি। বৃষ্টিবিঘিœত ২৩ ওভারের শেষ ম্যাচটিতে তিনটি উইকেট নেন। বোলারদের মধ্যে ডগ ব্রেসওয়েল (+১৫, ৭৭তম) উন্নতি করেছেন।
ব্ল্যাক ক্যাপসদের হয়ে ব্যাটসম্যানদের মধ্যে রস টেইলর চার ধাপ এগিয়ে ১১ নম্বরে ও হেনরি নিকোলস ৩০ ধাপ সামনে এসে ৯০তম অবস্থানে। উইন্ডিজ ওপেনার এভিন লুইস দুই ম্যাচে ৮৬ রান করে ১১ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে। বোলারদের মধ্যে অধিনায়ক জ্যাসন হোল্ডার পাঁচ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ২১তম পজিশনে।
টিম র‌্যাংকিং পজিশনে কোনো পরিবর্তন নেই। পাঁচ নম্বরে থাকা নিউজিল্যান্ড ১ পয়েন্ট অর্জন করে ১১২ ছুঁয়েছে। ১ পয়েন্ট হারিয়েছে নবম স্থানধারী ও. ইন্ডিজ। সবার উপরে দ. আফ্রিকা।
এক নজরে দেখে নিন টেস্ট টিম র‌্যাংকিং: দক্ষিণ আফ্রিকা (১২১ পয়েন্ট), ভারত (১১৯), অস্ট্রেলিয়া
(১১৪), ইংল্যান্ড (১১৪), নিউজিল্যান্ড (+১ পয়েন্ট, ১১২), পাকিস্তান (৯৯), বাংলাদেশ (৯২), শ্রীলঙ্কা (৮৪), ওয়েস্ট ইন্ডিজ (-১, ৭৬), আফগানিস্তান (৫৪), জিম্বাবুয়ে (৫২), আয়ারল্যান্ড (৪১)।
অপরিবর্তিত শীর্ষ দশ ব্যাটসম্যান: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, রোহিত শর্মা, কুইন্টন ডি কক, জো রুট, ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, কেন উইলিয়ামসন।
শীর্ষ দশ বোলার: হাসান আলী, ইমরান তাহির, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট (+৩ পজিশন), জস হ্যাজলউড (-১), কাগিসো রাবাদা (-১), মিচেল স্টার্ক (-১), রশিদ খান, লিয়াম প্লাঙ্কেট, মিচেল স্যান্টনার (+৪)।
সেরা পাঁচ অলরাউন্ডার: মোহাম্মদ হাফিজ, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ নবী, বেন স্টোকস।