সার্ক স্কুলের শাহপরাণ ক্যাম্পাসের উদ্বোধন

76

ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ৩য় ক্যাম্পাস হিসেবে শাহপরাণ ক্যাম্পাসের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে। একই সাথে ৮ম সার্ক চিত্রাংকন ও শিক্ষাবৃত্তি ২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের গভর্ণিং বডির সভাপতি এবং পরিচালক ওসমানীনগর আওয়ামিলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ডীন বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ান এম এ মতিন, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং সীমান্তিকে আহ্বায়ক মাজেদ আহমেদ চঞ্চল, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ এবং সার্ক স্কুল ও কলেজের ব্যাবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন, জকিগঞ্জ একতা ফোরামের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মুকিত চৌঃ, সিলেট ষ্টেশন ক্লাবের বার বার নির্বাচিত সদ্য সাবেক সভাপতি এডভোকেট নূর উদ্দিন, সার্ক কলেজের প্রভাষক সাইফুর রহমান এবং মার্কেটিং পরিচালক জাকির হোসাইন খাঁ, মিউচুয়্যাল ট্টাষ্ট ব্যাংক শাহপরাণ শাখার ম্যানেজার রোটারিয়ান ইকবাল হোসেন খান, সার্ক স্কুলের শাহপরাণ ক্যাম্পাসের ইনচার্জ চৌকিদেখি ক্যাম্পাসের চীফ মাহতাব উদ্দিন এবং রায়নগর ক্যাম্পাসের চীফ সুরাইয়া রহমান খান৷ অতিথিবৃন্দ সার্ক স্কুলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন৷ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সকল প্রকার অপকর্ম থেকে বিরত থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান৷ উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি ও চিত্রাংকনের জন্য ৭০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, গিফট ও সার্টিফিকেট প্রদান করা হয়৷ তাছাড়া অংশগ্রহণকারী বারো শতাধিক শিক্ষার্থীদের (উপস্থিতদের) মধ্যে গিফট ও সার্টিফিকেট দেয়া হয়৷ অনুপস্থিতেরা আগামী ১৫ জানুয়ারীর মধ্যে গ্রহণ করতে পারবে৷ উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ছাড়াও সার্ক কলেজের প্রভাষকবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি