বাংলাদেশ পানি বিধি খসড়ার বিধানসমূহ অবহিতকরণ কর্মশালা

14

বাংলাদেশ পানি আইন ২০১৩ এর আওতায় প্রণীত বাংলাদেশ পানি বিধি- ২০১৭ খসড়া এর বিধানসমূহ অবহিতকরণ কর্মশালা পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ও ডাসকো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সিলেট বিভাগীয় সদর দপ্তর মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব’র সভাপতিত্বে ও ডাসকো রাজশাহীর প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ারপো’র মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, ওয়াপো’র পরিচালক এস.এম ফিরোজ আলম।
এ সময় প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ওয়ারপো’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. রেজাউল করিম।
উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশের পানি সম্পদের সমন্বিত উন্নয়ন, ব্যবস্থাপনা, আহরন, বিতরন, ব্যবহার, সুরমা ও সংরক্ষণের লক্ষ্যে বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত খসড়া আইনের উপর আলোচনা করে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি