সিকৃবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে অর্থমন্ত্রী ॥ নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে হবে

32

স্টাফ রিপোর্টার :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ফলক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদার জিয়ার উকিল নোটিশ দেয়া, সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে। তিনি আরো জানান, খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব যথাযথ আইনী পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে। উকিল নোটিশ উকিলরাই দেখবেন, আইনগত ভাবে তার জবাব দেওয়া হবে। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে কৃষিবিদদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে বর্তমান কৃষি বান্ধব সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এ সময় তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে কৃষিবিদদের অবদানের কথা স্মরণ করে বলেন, এদেশে কৃষির অর্জন গৌরবজনক। ম্যুরাল উন্মোচন শেষে বঙ্গবন্ধু কৃষি চত্বরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি একেএম আবদুল মোমেন, সিন্ডিকেট সদস্য ড. আহমেদ আল কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, সিকৃবি পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডাঃ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম।