শীতের সকালে

11

রমজান আলী রনি

শিশির ভেজা শীতের সকালে
ঘাস ফুলেরা দুলে,
খোকা-খুকু পড়তে বসে
বইয়ের পাতা খোলে।

খেজুর গাছে-গাছি উঠে
কোমরে বেঁধে দড়ি,
রসের হাড়িতে গা ডুবিয়ে
পিঠা-পায়েস মুড়ি।

ধরণী আজ কুয়াশা পরী
সর্ষে ক্ষেতের মাঝে,
স্নানে ভেজা ফসলের শীষ
সারাটি দিবস সাঁজে।

গাঁয়ের পথে শহরের গলিতে
আগুনের উষ্ণ স্পর্শ,
সারা গা পুলকিত করে
বিলিয়ে যায় সর্বস্ব।

শীতের সকালে গল্পের গীত
বসে পাড়ার উঠোনে,
চা-কফিতে চুমুক দিয়ে
আড্ডা হয় জমিয়ে।