হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

25

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল আজ শুক্রবার খাওয়ানো হবে। জেলায় মোট ৩ লাখ ৩৭ হাজার ৩৯৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২৩৭ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৬ হাজার ১৬২ জন শিশুকে উক্ত ক্যাপসুল খাওয়ানো হবে। ১ হাজর ৮৮৬টি কেন্দ্রে ৪ হাজার ৮৩৬ জন কর্মী ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিত কুমার সাহা। এতে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. মুখলিছুর রহমান। ডেপুটি সিভিল সার্জন জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে যেন কোন ধরণের অপপ্রচারে কেউ কান না দেন। ক্যাপসুল খাওয়ানোর পর শিশুর মাথা ঘোরাতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অতএব কিছুক্ষণের মাঝেই তা ঠিক হয়ে যাবে।