নবীগঞ্জে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটক ২

37

ছাতক থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও নগদ ৬২ হাজার টাকাসহ দু’জনকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ৭ এপিবিএন সিলেটের পুলিশ পরিদর্শক আক্রাম আলীর নেতৃত্বে এস আই আলী খাঁন, এস আই লুৎফুর রহমানসহ একদল চৌকস পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক স¤্রাট জাবেদ মিয়া ওরফে চম্পা (৩৭) ও তার সহযোগি সাহেদ মিয়া (২২) কে বিপুল পরিমানের মাদক ও নগদ টাকাসহ তাদেরকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। জাবেদ মিয়া ওরফে চম্পা পারকুল গ্রামের মৃত লেবাস মিয়ার ছেলে ও সাহেদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রামের শাহিন মিয়ার ছেলে। পুলিশ পরিদর্শক আক্রাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৪৫ পিস ইয়াবা যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ২২ হাজার ৫শ’ টাকা, ১ কেজি গাঁজা মূল্য প্রায় ১৫ হাজার টাকা ও ইয়াবা বিক্রয়ের নগদ ৬২ হাজার ৭শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জাবেদ ওরফে চম্পা জাবেদ এলাকার কুখ্যাত ইয়াবা ও গাঁজা স¤্রাট। তার এসব অপকর্মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তার গ্রেফতারের খবর শোনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তবে আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে এসে আবার সেই মাদক ব্যবসা শুরু করবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ৭এপিবিএন এর সিলেটের অধিনায়ক পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার জানান, তিনি এখানে যোগদানের পর থেকে মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য তার অফিসার ফোর্সকে নির্দেশ দিয়েছেন। এরই ফলশ্র“তিতে তারা একের পর এক ইয়াবা, গাঁজা ও মাদক স¤্রাটদের গ্রেফতার করেই যাচ্ছে। তিনি আরো জানান, মাদক বিরোধি চলমান এ অভিযান অব্যাহত থাকবে।