কানাইঘাট দলিল লেখক সমিতির নির্বাচনে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ

47

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন ও কোষাধ্যক্ষ পদে আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন। দলিল লেখক সমিতির নির্বাচন নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে। কোষাধ্যক্ষ প্রার্থী জুবেল আমিন জানান, রাতের আঁধারে মোটা অংকের টাকার বিনিময়ে ভোট ক্রয় বিক্রয় করা হয়েছে। নির্বাচনের ফলাফলের সময় তাকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। নির্বাচনের পর খাওয়া ধাওয়ায় অনিয়ম পরিলক্ষিত হয়। খাওয়ায় বসে পানি নেই, তরকারি নাই, লবণ নাই, শুধু নাই আর নাই। হাত ধোয়ার পানি পর্যন্ত পাওয়া যায় নি। এতে মেহমানরা পড়েন নানা ভোগান্তিতে। খাবার পরিবেশনে লোকবলের অভাব দেখা দেয়ায় নানা কথা উঠেছে। সভাপতি প্রার্থী ফয়জুর রহমান মোহরী, শফিক মোহরী ও মতিন মোহরী খাবারে বসে উত্তেজিত হয়ে উঠেন। মতিন মোহরী ও জুবেল আমিনের মধ্যে নির্বাচন নিয়ে বাক বিতন্ডা পর্যন্ত হয়। নির্বাচন পরিচালনা কমিটির দুই জন সদস্যের পক্ষপাতিত্ব মূলক আচরণ করায় অনেক দলিল লেখক ক্ষুব্ধ বলে জুবেল আমিন জানিয়েছেন। তবে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন, সমিতির ৩৭ জন ভোটার ভোট দিয়েছেন, তাদের ভোটে ফলাফল নির্ধারণ হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।